আইপিতে চ্যানেল সম্প্রচারকরীর বাধ্যবাধকতা কেমন থাকা প্রয়োজন ?

গণমাধ্যমের দেশের প্রতি একটা দায়বধ্যতা রয়েছে আর এ লক্ষ পূরনে কিছু বাধ্যবাদকতা, কিছু দিকনির্দেশনা থাকা প্রয়োজন, যেমন-

০১. জাতীয় কন্টেন্ট নির্মাণ ও সম্প্রচারঃ 

উন্নত বিশ্বের দেশগুলোতে লাইসেন্সধারীদের তাদের অনুষ্ঠান নির্মাণে জাতীয় বিষয়বস্তু (National Conant) অন্তর্ভুক্ত করা হয়েছে ।

মালয়েশিয়া-৮০%, ফ্রান্স- প্রাইম-টাইম প্রোগ্রামিং ৪০% ফরাসি ও ৬০% ইউরোপীয়, এবং ব্রাজিল- ৮০% জাতীয় কন্টেটের জন্য কোটা অন্তর্ভুক্ত করেছে।

বাংলাদেশের প্রেক্ষাপট-  

বাংলাদেশের চ্যানেলগুলি আইপিতে সম্প্রচারে শর্ত হিসেবে ৪০% জাতীয় কন্টেন্ট নির্মান ও সম্প্রচারে 

বাধবাদকতা থাকা প্রয়োজন, কেননা গণমাধ্যমের দেশের প্রতি একটি দায়বদ্ধতা রয়েছে। জাতির 

ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বৈচিত্র্য বিশ্বময় তুলে ধরার লক্ষ্যে আইপিতে জাতীয় কন্টেন্ট নির্মাণ ও 

সম্প্রচার বাধ্যগত করা প্রয়োজন । অবশিষ্ট ৪০% বিনোদন ও ২০% সংবাদ প্রচারের অনুমতি প্রদান 

করলে এ নতুন সম্প্রচার মাধ্যম প্রতিষ্ঠিত শিল্পে রুপ নিতে পারে।

০২. বিশেষায়িত চ্যানেলঃ 

আন্তর্জাতিক পর্যায়ে বিশেষায়িত চ্যানেলগুলো প্রত্যেকে নির্দিষ্ট একটি বিষয়ে অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করে থাকে। যেমন- কানাডা, ভাষাগত নীতির প্রচার করে, যুক্তরাজ্য- আন্তর্জাতিক সম্প্রদায়ে দেশকে উপস্থাপন করে, জাপানঃ প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা প্রদান করে, পাকিস্তানঃ ধর্ম প্রচার করে।                                     

বাংলাদেশের প্রেক্ষাপটেঃ  শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, খেলাধুলা, কৃষ, বাণিজ্য ও অন্যান্য বিষয় ভিত্তিক বিশেষায়িত চ্যানেল গঠন করে দেশীয় উন্নয়নে অংশ নিতে পারে তথা বিশেষায়িত চ্যানেলগুলো ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে সহায়ক ভুমিকা পালন করতে পারে।  

প্রণোদনা প্রদানঃ

বাংলাদেশে যেহুত আইপি টিভির বাজার তৈরি হয়নি, প্রচলিত স্যাটেলাইট মাধ্যম ও বিদেশি চ্যানেল গুলোর সাথে প্রতিযোগিতা করে গ্রাহক বা জনপ্রিয়তা তৈরি কঠিন হয়ে উঠবে এ নতুন শিল্পের জন্যে পাশাপাশি

(National content ) জাতীয় কল্যাণে কন্টেন্ট নির্মানে উদ্বুদ্ধ করনের লক্ষে সরকারের সরাসরি সহযোগিতা প্রয়োজন।  

প্রণোদনা শর্তঃ  চ্যানেলে ৪০% জাতীয় কল্যাণে কন্টেন্ট নির্মান ও সম্প্রচারে প্রণোদনার অর্ন্তভুক্ত করা যেতে পারে।

আলোচ্য কন্টেন্ট নির্দেশনা ও প্রনোদনা এ নতুন সম্প্রচার মাধ্যম কে প্রতিষ্টিত শিল্পে রুপ দিতে পারে।