২০১৫ থেকে ২০২২এতোটা সময় নিয়ে জন্ম নিলেও প্রকৃত রুপ পেলনা সম্ভাবনাময় শিল্প আইপি টিভির । পরিকল্পনার অভাবে জন্ম পরবর্তি অটিস্টিক রুপ নিয়েছে এ শিল্পটি। দুটি মন্ত্রনালয়ের এখতিয়ার বিতর্কের অবসান এখনও হয়নি। শকুনি মামা এডকো- এ নাটকে আছেন খল-নায়কের ভুমিকায় ! তাদের আইপিটিভি বিরোধী অপপ্রচার আর নারদ কিচ্ছায় জাতি অতিষ্ঠ ! এই এডকো এতোটা প্রভাবশালী যে, মাঝে মাঝে আইপি টিভি প্রসঙ্গে  সংশ্লিষ্ট  মন্ত্রির সংবাদ ও বর্জন করেছে, যা সরকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনও বটে। অবশ্য তথ্যমন্ত্রি প্রগতিশীল ও প্রয়ুক্তির স্বপক্ষে না থাকলে নাম ঘোষনা হতনা ১৪ টা ফুট ফুটে বাচ্চা আইপি টিভির ।
যাই হোক পরিকল্পনা ও সমন্বয় প্রয়োজন, প্রয়োজন এর বিতরন নিশ্চিত করা, বাজার বিকাশে কাজ করা !