গণমাধ্যম গুলোর দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে …!
সেটা কি পুরন হচ্ছে ? না !
লক্ষ্য করলে দেখা যায়,
মূলধারার গনমাধ্যমগুলোর মধ্যে TRP আর MRP অর্জনের ঘোড়া দৌড়,
নিউজ প্রচারে মাঠ গরম রাখা, বিনোদনের নামে পারিবারিক আবকাঠামো বিনষ্ট,
চলিত ভাষার অধিক ব্যবহার আর ভাঁড়ামো থেকে আমরা কি শিখছি ?
আমার আপনার সন্তান মাধ্যমিক পেরুনোর আগেই নায়িকা হবার স্বপ্ন দেখে, ডাক্তার-ইন্জিনিয়ার নয় ..!
সর্বপরি তরুন প্রজন্মকে বিপথে ঠেলেদিয়ে
জাতিকে মেধা শুন্য করার প্রয়াস! 😌
এর থেকে বাঁচতে একটি মিডিয়া ফায়ার ওয়াল গঠন করা প্রয়োজন!
মিডিয়া ফায়ার ওয়াল কি ভাবে কাজ করবে ও অনলাইন গনমাধ্যম নীতিমালার চুড়ান্ত রুপ কেমন হওয়া উচিত ? বিস্তারিত এই লিংকে-
http://ekaysar.info/ip-tv-broadcast-rule/

আইপি টিভি হবে দেশের প্রধান গণমাধ্যম